কর্মচারীদের দাবির বিষয়ে একমত প্রতিমন্ত্রী, কথা বলবেন প্রধানমন্ত্রীর সঙ্গে 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২০, ২০২২, ১১:৪২ এএম
কর্মচারীদের দাবির বিষয়ে একমত প্রতিমন্ত্রী, কথা বলবেন প্রধানমন্ত্রীর সঙ্গে 

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে বৈঠকে কর্মচারী নেতারা।

ঢাকা: নবম জাতীয় পে-স্কেল, মহার্ঘ্য ভাতা, বেতন বৈষম্য নিরসনসহ সরকারি কর্মচারীদের ৭ দফা দাবির সঙ্গে একমত পোষণ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

বৃহস্পতিবার (১৯ মে) মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রায় ২ ঘন্টা ব্যাপী কর্মচারী নেতাদের সঙ্গে ৭ দফা নিয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী। আলোচনায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী, সমন্বয়ক মো. লুৎফর রহমানসহ বেশ কয়েকজন কর্মচারী নেতা অংশ নেন। 

এসময় কর্মচারীদের দাবির বিষয়ে একমত পোষণ করেন প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান এবং এবিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেন তিনি।

শুক্রবার (২০ মে) কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মাননীয় প্রতিমন্ত্রীর সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। কর্মচারীদের দাবির বিষয়ে তিনি বেশ আন্তরিক। তিনি বলেছেন পাঁচ বছর পরপর নতুন পে-স্কেল প্রদান করার কথা। কিন্তু করোনা পরিস্থিতির কারণে কিছুটা পিছিয়ে গেছে। এখন একটি পে-কমিশন গঠন করে কীভাবে নতুন বেতন কাঠামো ঘোষণা করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং তার আগে মহার্ঘ্যভাতা প্রদান করা যায় কিনা তা নিয়েও কথা বলবেন বলে জানিয়েছেন।’

ঐক্য পরিষদের সমন্বয়ক মো. লুৎফর রহমান বলেন, ‘শ্রম প্রতিমন্ত্রী একজন কর্মচারী বান্ধব মানুষ। কর্মচারীদের দাবি-দাওয়া নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। তিনি আমাদের কথা শুনেছেন, আমাদেরকেও অনেক পরামর্শ দিয়েছেন। আমাদের দাবিগুলো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেছেন।’

এছাড়া আগামী ২৭ মে’র মহাসামাবেশে শ্রম প্রতিমন্ত্রীকে দাওয়াত করা হয়েছে বলে জানান লুৎফর রহমান।তবে প্রতিমন্ত্রী বলেছেন, ‘ওই সময় তার বিদেশে থাকার সম্ভাবনা রয়েছে।যদি দেশে থাকেন তাহলে যাওয়ার চেষ্টার করবেন। ব্যানারে নাম দেয়ার প্রয়োজন নেই, সম্ভব হলে মহাসমাবেশে গিয়ে কর্মচারীদের নিয়ে কিছু কথা বলবেন।’   

সোনালীনিউজ/আইএ

Link copied!