ঈদের আগে ভিন্ন চেহারায় সদরঘাট

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৭, ২০২২, ০১:১৩ পিএম
ঈদের আগে ভিন্ন চেহারায় সদরঘাট

ঢাকা : প্রতিবছর ঈদের আগের এই সময়ে সদরঘাট এলাকায় পা ফেলানো দায় হয়ে যায়। সেখানে বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকের চিত্র অনেকটাই ভিন্ন। সারি সারি লঞ্চ ঘাটে নোঙর করা থাকলেও সেইভাবে যাত্রীর দেখা নেই। তাই অনেকটা মন খারাপ করেই ঘাটে বসে থাকতে দেখা যায় নৌ শ্রমিকদের।

ঢাকা-ধুলিয়া-নুরাইনপুর রুটে চলা ঈগল ৫ লঞ্চের একজন স্টাফ বলেন, দুইযুগ ধরে লঞ্চের সঙ্গে আছি এমন চেহারা কখনো দেখিনি। পদ্মা সেতুর প্রভাব ভালো করেই পড়েছে।

লঞ্চের স্টাফরা বলছেন, বিকাল থেকে যাত্রীর চাপ বাড়বে। শুক্রবার, শনিবার আরও বেশি হবে।

এদিকে বেশিরভাগ লঞ্চের কেবিন শেষ হয়ে গেছে বলে জানা গেছে। অন্যদিকে ভীড় বেশি হবে এমন আশঙ্কা নিয়ে সকাল সকাল ঘাটে আসলেও এসে পরিস্থিতি দেখে বিশ্বাস করতে পারছেন না যাত্রীরা। কারণ অতীত অভিজ্ঞতার সঙ্গে কোনো মিল নেই সদরঘাটের।

ভোলার লালমোহন যাওয়ার জন্য ঘাটে আসা শহিদুল ইসলাম বলেন, ভাবছিলাম অনেক ভীড় হবে। কিন্তু এসে দেখি লঞ্চ ফাঁকা। কখন ছাড়বে তাও জানি না।

যদিও কিছু লঞ্চে ডেকে যাত্রী দেখা গেছে। যাদের অনেকেই ভীড় বাড়ার দুশ্চিন্তা থেকে আগেভাগে চলে এসেছেন। কেন এমনটা হলো মনে হয়- জানতে চাইলে এই যাত্রীর ভাষ্য, পদ্মা সেতুর জন্য মানুষ লঞ্চে আসতেছে না। হয়তো সামনে পরিস্থিতি পাল্টে যাবে।

এদিকে নৌ রুটে যাওয়া যাত্রীদের নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া উপস্থিতি রয়েছে গোটা সদরঘাটে। 

সোনালীনিউজ/এনএন

Link copied!