‘জঙ্গি তৎপরতায় পাকিস্তান জড়িত’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৫, ২০১৬, ০৩:০৬ পিএম
‘জঙ্গি তৎপরতায় পাকিস্তান জড়িত’

বাংলাদেশের জঙ্গি তৎপরতার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা জড়িত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

তিনি বলেছেন, দীর্ঘ দিন ধরেই পাকিস্তান এ দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছে। এ কারণেই গত বছর পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়  সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে।

সোমবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ঢাবি ভিসি বলেন, আমরা কখনো সন্ত্রাস মেনে নেইনি। বাংলাদেশে তা বারবার প্রমাণিত হয়েছে। এসময় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান আরেফিন সিদ্দিক।।

জঙ্গিবাদ ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এ মানব বন্ধনের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী,  সিনেট সদস্য, সিন্ডিকেট সদস্য এবং হল প্রাধ্যক্ষরা এতে অংশ নেন।

জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি  করে ভি সি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদী কর্মকাণ্ড হলে বা এর সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে’।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Link copied!