বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০১:২১ পিএম
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক

ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘আবদুল্লাহ আল নোমান ছিলেন একজন ত্যাগী রাজনীতিবিদ। রাজনৈতিক অঙ্গনে তিনি ব্যক্তিত্বসম্পন্ন একজন নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।’

উল্লেখ্য, আবদুল্লাহ আল নোমান আজ মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, বাদ আসর রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে আব্দুল্লাহ আল নোমানের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

এমটিআই

Link copied!