ঢাকা সফরে আসছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৬, ০২:৪৪ পিএম
ঢাকা সফরে আসছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম আগামীকাল রোববার (১৬ অক্টোবর) তিন দিনের সফরে ঢাকা আসছেন। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য পর্যালোচনা করতেই জিম ইয়ং কিমের এই সফরের উদ্দেশ্য। রোববার ঢাকায় আসার পর তিনদিন বাংলাদেশে অবস্থান করবেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। বিশ্ব ব্যাংকের ঢাকা অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘দারিদ্র্য বিমোচনসহ এমডিজি অর্জনে বাংলাদেশ অসাধারণ সাফল্য অর্জন করেছে। শুধু দক্ষিণ এশিয়া নয়, উন্নয়নশীল বিশ্বে অনুকরণীয় হয়েছে বাংলাদেশ। প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের মাথাপিছু আয় কম হওয়া সত্ত্বেও শিশু মৃত্যু হার, মাতৃ মৃত্যুহার কমানোয় সাফল্য দেখিয়েছে।

সূত্র জানায়, তিন দিনের সফরের কর্মসূচির মধ্যে ১৭ অক্টোবর ‘বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস’-এ দারিদ্র্য বিমোচন নিয়ে একটি ‘পাবলিক  লেকচার’-এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন তিনি। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ অর্থনীতিবিদরা বক্তৃতা করবেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!