অবশেষে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০৯:২৭ এএম
অবশেষে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

ফাইল ছবি

ঢাকা: অবশেষে বিএনপি প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৭ এপ্রিল) ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা দক্ষিণ সিটির ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।

গত ২৭ মার্চ সেই ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল।

এর আগে মেয়র হিসেবে ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চায় নির্বাচন কমিশন।

এসআই

Link copied!