দেশের ৪৯ জেলায় তাপপ্রবাহ, যেদিন থেকে কমতে পারে

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১০, ২০২৫, ০৯:৩৭ পিএম
দেশের ৪৯ জেলায় তাপপ্রবাহ, যেদিন থেকে কমতে পারে

ঢাকা : শনিবার থেকে দেশের অধিকাংশ এলাকাতেই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার (১০ জুন) এই তাপপ্রবাহ অব্যাহত রয়েছে দেশের বেশিরভাগ জেলা। আজ দেশের ৪৯ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিস বলছে, আজ নীলফামারী জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রাবহ বয়ে যাচ্ছে এবং ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের অবশিষ্টাংশ, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে বয়ে যাচ্ছে।

এদিকে দেশের কিছু জায়গায় আজ বৃষ্টিও হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় শুধু খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে হাতিয়ায়। বৃষ্টি হলেও এসব অঞ্চলে গরম খুব একটা কমেনি। 

আবহাওয়া অফিস বলছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে। লাগাতার বৃষ্টি কিংবা ভারী বর্ষণ ছাড়া গরম কমবে না।

সংস্থাটি জানিয়েছে, বুধবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এতে করে গরম কিছুটা কমতে পারে।

পিএস

Link copied!