সহনীয় পর্যায়ে রয়েছে ঢাকার বাতাস

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ০৯:১০ এএম
সহনীয় পর্যায়ে রয়েছে ঢাকার বাতাস

ঢাকা : আগের দিনের মতো সোমবারও (২৩ জুন) সহনীয় পর্যায়ে রয়েছে ঢাকার বাতাস। এদিন সকাল ৯টায় বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার সূত্রে এ তথ্য জানা গেছে।

আইকিউ সূত্রে জানা যায়, সোমবার ঢাকার বায়ুর মান ৭১ স্কোর নিয়ে বিশ্বে দূষণের শীর্ষ ২১তম স্থানে অবস্থান করছে। 

বিশ্বে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে কঙ্গোর কিংশাসা। শহরটি ১৬৫ স্কোর নিয়ে বায়ু দূষণের শীর্ষে উঠে আসে। ১৬২ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোরের বাতাস দ্বিতীয়, ভারতের দিল্লি ১৫৬ স্কোর নিয়ে তৃতীয়, ইন্দোনেশিয়ার জাকার্তা ১৫৫ স্কোর নিয়ে চতুর্থ এবং উগান্ডার কাম্পালা শহর ১৫৩ স্কোর নিয়ে বায়ু দূষণের তালিকায় পঞ্চম স্থানে উঠেছে।

এছাড়া আরব আমিরাতের দুবাই ১৪২ স্কোর নিয়ে ষষ্ঠ, সেনেগালের ডাকার ১১০ স্কোর নিয়ে সপ্তাম, ফিলিপাইনের ম্যানিলা ১০৫ স্কোর নিয়ে অষ্টম, বাহরাইনের মানামা ৯৯ স্কোর নিয়ে নবম এবং ইসরাইয়ের তেল আবিব শহর ৯৯ স্কোর নিয়ে বিশ্বে বায়ু দূষণের দশম স্থানে অবস্থান করছে।

তথ্য মতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

পিএস

Link copied!