এনবিআর আন্দোলনরতদের সাথে বৈঠক হবে না : অর্থ উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৯, ২০২৫, ০৩:৫৭ পিএম
এনবিআর আন্দোলনরতদের সাথে বৈঠক হবে না : অর্থ উপদেষ্টা

ঢাকা : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনরত কর্মচারী-কর্মচারিদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল রোববার (২৯ জুন) অর্থ উপদেষ্টার সঙ্গে বিদ্যমান পরিস্থিতি নিয়ে তাদের বৈঠক হবে। তবে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন,  “এনবিআর এর আন্দোলনরতদের সঙ্গে আজকে আমার কোন বৈঠক হবে না।”  

রবিবার (২৯ জুন) দুপুরে উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন।

সালেহ উদ্দিন আহমেদ বলেন, “উপদেষ্টা পরিষদ বৈঠকে এনবিআর-এর বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে কেবিনেট বিভাগ থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হবে।”

এনবিআর-এর কমপ্লিট শাটডাউনের বিষয়ে উপদেষ্টা বলেন, “তাদের বলা হয়েছিল এমন কর্মসূচি দেশের অর্থনীতির জন্য খারাপ। কিন্তু তারা শোনেননি। কর্মসূচি পালন করছে করুক।”

পিএস

Link copied!