মাথাপিছু আয় এক লাখ ১৫ হাজার টাকা

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৫, ২০১৬, ০৫:৪০ পিএম
মাথাপিছু আয় এক লাখ ১৫ হাজার টাকা

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন ১৪৬৫ মার্কিন ডলার। টাকার হিসাবে প্রায় এক লাখ ১৫ হাজার টাকা। তবে সম্প্রতি সরকারের পক্ষ থেকে আলোচ্য সময়ে প্রাক্কলিত মাথাপিছু আয় ১৪৬৬ ডলার উল্লেখ করা হয়েছিল। ডলারের দাম বাড়ায় মাথাপিছু আয় কমে গেছে।

গত ২০১৫- ১৬ অর্থবছর শেষে চূড়ান্ত হিসাব থেকে এ তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য জানান।

বিবিএসের হালনাগাদ প্রতিবেদন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রাক্কলিত হিসাবে মাথাপিছু আয় ছিল ১৪৬৬ ডলার। তখন প্রতি ডলারের মূল্য ধরা হয়েছিল ৭৮ দশমিক ১৫ টাকা। 

এখন ডলারের দাম বেড়ে যাওয়ায় এর দাম ধরা হয়েছে ৭৮.২৭ টাকা। ডলারের দামের হেরফেরের কারণে মাথাপিছু আয় ১ ডলার কমে গেছে। আর সে কারণে চূড়ান্ত হিসাবে এখন মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১৪৬৫ ডলারে।

দেশের মোট আয়কে (জিএনআই) মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে মাথাপিছু আয় বের করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Link copied!