ঢাকা: বাংলাদেশ কাটার সাকশন ড্রেজার ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিএসডিওএ)-এর সদস্যপদ সনদ (মেম্বারশিপ সার্টিফিকেট) ও সদস্য পরিচয়পত্র (মেম্বারশিপ কার্ড) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবের দ্য ক্রিস্টাল প্যালেস হলে এ আয়োজন হয়। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের ৫১ জন সদস্য সনদ ও পরিচয়পত্র গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি বশির আহমেদ। তিনি বলেন, দেশের ড্রেজিং শিল্পকে আরও গতিশীল করতে সদস্য প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম প্রসারিত করা জরুরি। এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রাকিবুল আলম এবং সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুছ। তারা সংগঠনের অগ্রগতির দিকনির্দেশনা তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের বিভিন্ন সদস্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকগণ উপস্থিত ছিলেন। তারা ড্রেজিং খাতের উন্নয়নে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
ওএফ
আপনার মতামত লিখুন :