মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সফরের দ্বিতীয় দিনে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতে পুত্রজায়ায় পৌঁছালে ড. ইউনূসকে আনুষ্ঠানিক লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় এবং সম্মান প্রদর্শনের অংশ হিসেবে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে একান্ত বৈঠকে মিলিত হন ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রবাসী শ্রমিকদের কল্যাণ, শিক্ষা ও প্রযুক্তি সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এ সফরে মোট পাঁচটি এমওইউ এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে, যা দুই দেশের সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
সফরের অংশ হিসেবে মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটি (Universiti Kebangsaan Malaysia) ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে তাদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলাপ করারও পরিকল্পনা রয়েছে তার।
প্রধান উপদেষ্টা সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিন দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরে পৌঁছান। সফর শেষে বুধবার (১৩ আগস্ট) তার দেশে ফেরার কথা রয়েছে।
ওএফ
আপনার মতামত লিখুন :