আন্তর্জাতিক মানের ভোট করতে ৪০ লাখ ইউরো দেবে ইইউ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০২:১১ পিএম
আন্তর্জাতিক মানের ভোট করতে ৪০ লাখ ইউরো দেবে ইইউ

ঢাকা: বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এজন্য নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা দেবে তারা। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মাইকেল মিলার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যক্রমে সহায়তা হিসেবে ৪ মিলিয়ন ইউরো অর্থ দেবে ইউরোপীয় ইউনিয়ন। তিনি জানান, “বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চাই আমরা। গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করতে ইইউ নির্বাচন কমিশনের পাশে থাকবে। নির্বাচন পর্যবেক্ষণ আমাদের জন্য অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, ইইউ সবসময় গণতন্ত্রের পাশে আছে এবং বাংলাদেশে একটি জবাবদিহিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। এজন্য নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে ইইউ।

ইইউ রাষ্ট্রদূত জানান, আসন্ন নির্বাচনে অপতথ্য, বিভ্রান্তিমূলক প্রচারণা এবং ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায়ও সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার নেতৃত্বাধীন ছয় সদস্যের প্রতিনিধি দল। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণকে সামনে রেখে বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে ইইউ। এর অংশ হিসেবে তারা এর আগেও সিইসির সঙ্গে একাধিকবার বৈঠক করেছে।

ওএফ

Link copied!