অধ্যাপক আলী রীয়াজ

মালিকানার যে ধরন তাতে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০২:১৮ পিএম
মালিকানার যে ধরন তাতে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়

ঢাকা : জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, মালিকানার যে ধরন তৈরি হয়েছে, সেটা অব্যাহত রেখে স্বাধীন প্রোফেশনাল সাংবাদিকতা সম্ভব নয়। আপনি দোকানদার হবেন নাকি চতুর্থ স্তম্ভ হবেন সেটা ঠিক করতে হবে।

রোববার (৩১ আগস্ট) ডেইলি স্টার ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
 
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, ১৬ বছর সাংবাদিকতা ব্যবহার করে ফ্যাসিবাদ জেগে উঠলো। এর দায় নেয়া উচিত।  

অধ্যাপক আলী রীয়াজ বলেন, স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার জন্য রাজনীতিবিদদের প্রতিশ্রুতি দেয়া উচিত। মব ভায়োলেন্স প্রতিরোধ করতে হলে।

পিএস

Link copied!