ছবি: সংগৃহীত
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় দুই কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা হিসেবে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় তারা আহত হন। আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।
বিমানবন্দরের কার্গো ভিলেজেট আগুনে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। তীব্রতা বেড়ে যাওয়ায় আরও ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
বিমানবন্দরের কার্যক্রম নিরাপদ রাখতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো সরানো হচ্ছে এবং যাত্রী টার্মিনালে কোনো প্রভাব পড়েনি। তবে কিছু ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :