জামায়াত নিয়ে মানহানিকর মন্তব্য করায় জাবি অধ্যাপক নাহরিনের বিরুদ্ধে মামলা

  • সিরাজগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৫:৫৮ পিএম
জামায়াত নিয়ে মানহানিকর মন্তব্য করায় জাবি অধ্যাপক নাহরিনের বিরুদ্ধে মামলা

ছবি: প্রতিনিধি

টেলিভিশন টকশোতে জামায়াতকে নিয়ে মানহানিকর ও মিথ্যা মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ-পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মামলা করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সদর থানা আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক কে এম শাহরিয়ার শহিদ বাপ্পি বাদীর আরজি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৫ অক্টোবর বেসরকারি টেলিভিশন জিটিভির ‘টাইম লাইন বাংলাদেশ’ টকশোতে কাজী জেসিনের উপস্থাপনায় অতিথি হিসেবে অংশ নেন ড. নাহরিন ইসলাম খান। ওই অনুষ্ঠানে তিনি জামায়াতে ইসলামীর এক নেতার বক্তব্য উদ্ধৃত করে এমন মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

এজাহারে আরও বলা হয়, অনুষ্ঠানে ড. নাহরিন ইসলাম খানের বক্তব্য ছিল বিভ্রান্তিকর ও মানহানিকর, যা ব্যক্তি ও রাজনৈতিক দলের মর্যাদা নষ্ট করেছে। এ কারণেই অধ্যাপক জাহিদুল ইসলাম আদালতের শরণাপন্ন হয়েছেন।

মামলাটি প্রাথমিকভাবে গ্রহণ করে বিচারক বর্তমানে আদেশের অপেক্ষায় রেখেছেন। ড. নাহরিনের ওই মন্তব্য প্রচারের পর থেকেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ একে মতপ্রকাশের স্বাধীনতা হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন এটি রাজনৈতিক বিদ্বেষ থেকে করা মন্তব্য।

এসএইচ 

Link copied!