ফাইল ছবি
ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ফ্যাসিবাদ সরকার গণমানুষের প্রতিরোধে পালিয়ে গেছে। গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে তাদের উৎখাত হয়েছে। তিনি বলেন, এ পলাতক ফ্যাসিবাদ গোষ্ঠী আবারও যদি বিশৃঙ্খলা বা অপরাধ করার চেষ্টা করে, তাহলে জনগণই তাদের প্রতিরোধ করবে।
শনিবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ফেসবুক পেজে ১৩ নভেম্বর ফ্যাসিবাদের পক্ষ থেকে আন্দোলন বা ব্লকেডের হুমকির প্রসঙ্গে বাংলানিউজকে আইজিপি এসব কথা বলেন।
বাহারুল আলম বলেন, ‘পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ গোষ্ঠী যদি দেশে আবার বিশৃঙ্খলা বা অপরাধ করার চেষ্টা করে, তাহলে জনগণই তাদের প্রতিরোধ করবে। গণঅভ্যুত্থানের মুখে এ ফ্যাসিবাদ সরকার পালিয়ে গেছে। দেশের জন্য, জনগণের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং করে চলেছে।’
তিনি আরও বলেন, যেসব ফেসবুক পেজ থেকে পলাতক ফ্যাসিবাদ গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে, সেই পেজগুলো নিয়ে গোয়েন্দারা কাজ করছে।
আইজিপি বলেন, ‘আমাদের আইন মান্যতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। ৯০ শতাংশ মানুষকে আইন-কানুন মানতে হবে, নিয়ম মাফিক চলতে হবে। বাকি ১০ শতাংশ না হয় আইন মানবে না—তাদের মোকাবিলায় পুলিশ নিয়ম অনুযায়ী কাজ করবে। কিন্তু আগে তো ৯০ শতাংশ মানুষকে আইন মানতে হবে।’
তিনি জানান, প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও দাবি আদায়ের জন্য সড়ক অবরোধ চলছে। বাহারুল আলম বলেন, ‘পুলিশ ইচ্ছা করলে যেকোনো সময় বল প্রয়োগ করে রাস্তা খুলে দিতে পারে, কিন্তু আমরা ধৈর্যের সঙ্গে বুঝিয়ে বলার চেষ্টা করছি। একই সঙ্গে চলাচল করতে না পারা নাগরিকদের কাছে দুঃখ প্রকাশ করছি।’
আইজিপি বলেন, স্বাধীনতা মানে এই নয় যে সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে গালাগালি করা বা কারও রাস্তা বন্ধ করে রাখা। এসব প্রতিরোধে নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বর্তমানে দেশের মানুষ ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের অপেক্ষায় আছে জানিয়ে আইজিপি বলেন, “দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। এর জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি।”
তিনি জানান, নির্বাচনের নিরাপত্তা ঘিরে এবারই প্রথম পুলিশের বিশেষ প্রশিক্ষণ চলছে। “নির্বাচন বানচালের চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনসঙ্গতভাবে যতটুকু যাওয়া দরকার, আমরা ততটুকুই যাব,” বলেন বাহারুল আলম।
আগামী জাতীয় নির্বাচনে আনুমানিক দেড় লাখ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্য নিরাপত্তা দায়িত্বে থাকবেন বলেও জানান তিনি।
এসএইচ
আপনার মতামত লিখুন :