শহীদ নূর হোসেন দিবস আজ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৯:৫৬ এএম
শহীদ নূর হোসেন দিবস আজ

আজ শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাসে অমর হয়ে যান তরুণ নূর হোসেন। তাঁর বুকে লেখা দুটি স্লোগান— ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’— হয়ে ওঠে তৎকালীন শাসকবিরোধী আন্দোলনের প্রতীক।

১৯৮৭ সালের ১০ নভেম্বর। সামরিক শাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ জনতা যখন রাজপথে বিক্ষোভে ফেটে পড়ে, তখন নূর হোসেনও নেমেছিলেন প্রতিবাদের মিছিলে। বুকে ও পিঠে লেখা সেই অগ্নিঝরা স্লোগান নিয়েই তিনি অংশ নেন গণতন্ত্রের দাবিতে। কিন্তু পুলিশের গুলিতে রাজপথেই লুটিয়ে পড়েন এই তরুণ।

সেদিন কেবল নূর হোসেনই নয়, শহীদ হন যুবলীগ নেতা নূরুল হুদা বাবুল এবং ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটোও। তাঁদের আত্মত্যাগেই আরও তীব্র গতি পায় স্বৈরাচারবিরোধী গণআন্দোলন, যা পরবর্তীতে তিন জোটের ঐক্যবদ্ধ সংগ্রামে রূপ নেয়।

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নূর হোসেনের এই আত্মত্যাগ পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে আছে। প্রতিবছর ১০ নভেম্বর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নাগরিক সমাজ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে— শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানাতে।

এম

Link copied!