রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নিহত ১

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ১২:৩৯ পিএম
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নিহত ১

রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সামনে সোমবার (১০ নভেম্বর) সকালে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম তারিক সাঈদ মামুন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সামনে ফাঁকা জায়গায় হঠাৎ গুলি চালিয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই হাফিজ জানান, তারিক সাঈদ মামুন সাধারণ মানুষ ছিলেন এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। খুনের কারণ বা আসল ঘটনাপ্রবাহ এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এম

Link copied!