আমরা চাই নির্বাচনে সব দলের অংশগ্রহণ ও সহযোগিতা: সিইসি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ১০:৪৬ এএম
আমরা চাই নির্বাচনে সব দলের অংশগ্রহণ ও সহযোগিতা: সিইসি

নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ রেফারির ভূমিকা রাখতে চায়, কিন্তু রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, আমরা চাই নির্বাচনে সব দলের অংশগ্রহণ ও সহযোগিতা। কমিশনের ওপর আস্থা রাখুন—আমরা কোনো পক্ষের নয়, আমরা কেবল সংবিধানের পক্ষে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোই নির্বাচনের মূল খেলোয়াড়। কমিশন শুধু রেফারির মতো ভূমিকা পালন করতে পারে। কিন্তু খেলোয়াড়রা যদি নিয়ম না মানে বা সহযোগিতা না করে, তাহলে খেলার মান যেমন নষ্ট হয়, তেমনি পুরো নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

ইসি কর্তৃক নির্বাচনী পোস্টার নিষিদ্ধ করার পরও ঢাকাজুড়ে পোস্টারে ছেয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, পোস্টার সরানোর নির্দেশ দেওয়ার পরও শহরের চিত্র অনভিপ্রেত। রাজনৈতিক দলগুলো যদি নিজেরাই এসব পোস্টার নামিয়ে নেয়, সেটাই হবে তাদের ভদ্র আচরণ। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কমিশন ছাড় দেবে না।

সিইসি নাসির উদ্দিন জানান, বর্তমান সময়ে একটি ‘বিশেষ পরিস্থিতি’ ও ‘বিশেষ সরকারের অধীনে’ নির্বাচন আয়োজনের কারণে কমিশন নানা চাপের মুখে রয়েছে। এই চাপ মোকাবিলায় আগের যেকোনো সময়ের তুলনায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা আমাদের আরও বেশি প্রয়োজন।

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, ফেসবুক ও অন্যান্য মাধ্যমে বিভ্রান্তি ও অপপ্রচার এখন বড় এক মসিবত হয়ে দাঁড়িয়েছে। এসব কার্যকলাপ নির্বাচনী পরিবেশকে নষ্ট করতে পারে।

এম

Link copied!