এমপিদের বিষয়ে নতুন যে সিদ্ধান্ত নিলো ইসি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৬:১৭ পিএম
এমপিদের বিষয়ে নতুন যে সিদ্ধান্ত নিলো ইসি

ফাইল ছবি

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, সংসদ সদস্যরা যদি কোনো অনিয়মে জড়িয়ে পড়েন, তাহলে সংশোধিত আইন অনুযায়ী স্পিকার ও নির্বাচন কমিশন যৌথ বা একক উদ্যোগে তাদের কর্মকাণ্ড তদন্ত করতে পারবে।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ এলে স্পিকার নিজ ক্ষমতাবলে তা যাচাইয়ের জন্য ইসির কাছে ন্যস্ত করতে পারেন। এ ধরনের প্রক্রিয়া বাংলাদেশে আগে চর্চিত হয়নি।

সংশোধিত আইনে আরও বলা হয়েছে, কোনো এমপির বিরুদ্ধে অভিযোগ আসলে নির্বাচন কমিশন চাইলে স্বপ্রণোদিতভাবে তদন্ত শুরু করতে পারবে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত সংসদ সদস্য তার পদ হারাতে পারেন।

এসএইচ 

Link copied!