ফাইল ছবি
ঢাকা: দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ঘটেছে বিক্ষোভের ঘটনা, তবে ভারত থেকে পাঠানো প্রেসনোটকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।
রোববার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ভারতের ব্যাখ্যা বিভ্রান্তিকর এবং সেখানে কি ঘটেছে তা সম্পূর্ণভাবে অব্যবহৃত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন বলেন, “দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বিক্ষোভকারীরা কিভাবে প্রবেশ করল, সেটাই বড় প্রশ্ন।” প্রয়োজনে ভারতের মিশন ছোট করার কথাও উল্লেখ করেন তিনি।
এর আগে শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত তিনটি গাড়িতে করে কিছু লোক বাংলাদেশ ভবনের গেটে এসে কিছুক্ষণ চিৎকার করেছিল। হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন, তারা বাংলা ও হিন্দিতে বিভিন্ন কথা বলছিল, হিন্দুদের নিরাপত্তা দিতে হবে এবং হাই কমিশনারকে ধরার হুমকি দিয়েছিল। পরে তারা গেটের সামনে থেকে চলে যায়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাণধীর জয়সওয়াল রবিবার সংবাদমাধ্যমকে জানান, এই বিক্ষোভকে নিয়ে বাংলাদেশে বিভ্রান্তিকর প্রপাগান্ডা চালানো হচ্ছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :