নির্বাচন নিয়ে অপবাদ থেকে মুক্তি চাই, আইনের শাসন দেখিয়ে দিন: সিইসি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:০০ এএম
নির্বাচন নিয়ে অপবাদ থেকে মুক্তি চাই, আইনের শাসন দেখিয়ে দিন: সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দৃঢ় ও সাহসী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে যে সমালোচনা ও অপবাদ চলছে, সেখান থেকে বেরিয়ে আসতে নির্বাচন কমিশন দৃঢ়প্রতিজ্ঞ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে নির্বাচন ধ্বংস করে দেওয়া হয়েছে, ম্যানেজড ইলেকশন হয়েছে। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। আমরা প্রমাণ করতে চাই—সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। আর সেটি হবে আইনের শাসন কঠোরভাবে প্রতিষ্ঠার মাধ্যমে।

তিনি স্পষ্ট করে বলেন, আইনের শাসন মানে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য আলাদা মানদণ্ড থাকবে না।

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আইন যেন অন্ধ হয়—এটা আপনাদেরই প্রমাণ করতে হবে।

ব্রিফিংয়ের শুরুতে সিইসি সদ্য প্রয়াত ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নাসির উদ্দিন বলেন, বর্তমান পরিস্থিতিতে মাঠ প্রশাসনের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারাই মাঠপর্যায়ে রাষ্ট্রযন্ত্র সচল রাখেন। এই সিস্টেম ঠিকভাবে কাজ করবে কি না, তা অনেকাংশে আপনাদের ওপর নির্ভর করছে।

কর্মকর্তাদের সাহস জোগাতে সিইসি বলেন, মাঠ প্রশাসন যদি আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করে, তবে নির্বাচন কমিশনও দৃঢ় অবস্থানে থাকবে। আপনারা সাহস দেখালে আমরাও সাহসী হব। আপনারা যখন বিধি-বিধান মেনে আইন প্রয়োগ করবেন, নির্বাচন কমিশন আপনাদের পাশে থাকবে—ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, কাউকে খুশি করার জন্য নয়, বরং আইন অনুযায়ী প্রশাসন পরিচালনাই কর্মকর্তাদের দায়িত্ব। কোনো ধরনের অনিয়ম বা বিচ্যুতি যেন না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন সিইসি।

এম

Link copied!