রাজশাহীতে ভরাট করা পুকুর উদ্ধার করলো প্রশাসন

  • রাজশাহী ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৮:৩৩ পিএম
রাজশাহীতে ভরাট করা পুকুর উদ্ধার করলো প্রশাসন

ছবি: প্রতিনিধি

রাজশাহী মহানগরীর পঞ্চবটি আহমপুর এলাকায় ভরাট করা একটি পুকুর উদ্ধার করেছে প্রশাসন। কয়েক দিন ধরে কৌশলে ধীরগতিতে পুকুরটি ভরাট করা হচ্ছিল। এরই মধ্যে সিংহভাগ অংশ মাটি দিয়ে ঢেকে ফেলা হলেও মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে পুকুরটি উদ্ধার করা হয়। অভিযান শুরু হলে পুকুর ভরাটের সঙ্গে জড়িতরা ঘটনাস্থল থেকে সরে পড়েন।

বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক তাছমিনা খাতুন এবং বোয়ালিয়া থানার সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পুকুরটির মালিক ১০ থেকে ১৫ জন। তবে ভরাটের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন প্রায় ৭ থেকে ৮ জন। তাঁদের মধ্যে স্থানীয় আনার, আরিফ, চঞ্চল, সুমন, চন্দন ও তারা উল্লেখযোগ্য। স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে থাকা পুকুরটি প্রায় এক বছর ধরে ধীরে ধীরে ভরাট করা হচ্ছিল।

বিষয়টি জানার পর বোয়ালিয়া থানার সহকারী কমিশনার (ভূমি) একাধিকবার ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন। সতর্কতার পরও পুকুর ভরাট অব্যাহত থাকায় মঙ্গলবার প্রশাসন অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বোয়ালিয়া থানার সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন বলেন, সিটি করপোরেশন এলাকায় পুকুর ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ। তাই পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। এই খনন কাজে যে ব্যয় হবে, তা পুকুর ভরাটকারীদের কাছ থেকেই আদায় করা হবে। ভবিষ্যতে রাজশাহীতে কোনো পুকুর ভরাট করতে দেওয়া হবে না। খবর পেলেই কাজ বন্ধ করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। পুকুর পুনঃখনন শেষ না হওয়া পর্যন্ত পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্বে থাকবেন।

পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক তাছমিনা খাতুন বলেন, পরিবেশ সংরক্ষণ আইনে পুকুর ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ এবং ভরাটকৃত পুকুর পুনরায় ফিরিয়ে আনাও পরিবেশ অধিদপ্তরের দায়িত্ব। অভিযোগ পাওয়া যাচ্ছিল, পাশের একটি ভবন ভেঙে তার ইট ও খোয়া ব্যবহার করে পুকুরটি ভরাট করা হচ্ছে। বিষয়টি বিভাগীয় কমিশনারের কাছেও জানানো হলে তাঁর নির্দেশে পুনঃখনন কাজ শুরু করা হয়, যাতে ভবিষ্যতে আবার পুকুরটি ভরাট করা না যায়।

এসএইচ 
 

Link copied!