ফাইল ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং হুট করে বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনকালীন সময়ে বিভিন্নভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। এ সময় উদ্দেশ্যহীন বা অনভিপ্রেত ব্যক্তিদের আগমন ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ভিসা পুরোপুরি বন্ধ করা হয়নি। যাঁদের আগমনের উদ্দেশ্য স্পষ্ট এবং নিয়ম অনুযায়ী ভিসা নিয়ে আসবেন, তাঁদের বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হবে না।
প্রেস ব্রিফিংয়ে বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালট গণনার ভাইরাল ভিডিও নিয়েও কথা বলেন তিনি। জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে এবং এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে বাংলাদেশের সৈন্য পাঠানোর সম্ভাবনা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে কেবল আলোচনা চলছে। কারা অংশ নেবে, কী কাঠামোতে কাজ হবে—এসব স্পষ্ট না হওয়া পর্যন্ত বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নেবে না।
তিনি বলেন, বাংলাদেশের অবস্থান পরিষ্কার। দেশটি যুদ্ধ করতে যাবে না, এমন কোনো কর্তৃপক্ষের অধীনে কাজ করবে না যাদের সঙ্গে কার্যকর যোগাযোগ সম্ভব নয় এবং পরিবেশ অনুকূল না হলে কোনোভাবেই সেনা পাঠানো হবে না। এসব শর্ত পূরণ হলেই কেবল পরবর্তী সিদ্ধান্তের কথা ভাবা হবে।
মিয়ানমার সীমান্তে সংঘাত প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা হলো কূটনৈতিকভাবে আপত্তি জানানো। মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে বিষয়টি জানানো হয়েছে। মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য এই মুহূর্তে তাঁর কাছে নেই। এ বিষয়টি নিয়ে কাজ করা সংশ্লিষ্ট উপদেষ্টা বর্তমানে দেশের বাইরে রয়েছেন, তিনি দেশে ফিরলে বিস্তারিত জানানো সম্ভব হবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :