যে কারণে ইসির শুনানিতে হট্টগোল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৬:০২ পিএম
যে কারণে ইসির শুনানিতে হট্টগোল

ফাইল ছবি

ঢাকা: সংসদ নির্বাচনের প্রার্থীদের শুনানিকালে শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হয়। মানিকগঞ্জ-৩ আসনের বৈধ প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিলের শুনানি চলাকালে এই ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই সময়ে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে উপস্থিত সিনিয়র আইনজীবিদের ব্যাখ্যা চায় কমিশন। তারা ব্যাখ্যা দিতে থাকেন। ব্যাখ্যাগ্রহণের শেষ দিকে আপিল শুনানি দুপুরে আধা ঘণ্টার জন্য বিরতি দেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে পুরো কমিশন আসন ত্যাগ করলে মঞ্চের সামনে আপিলের পক্ষে ও বিপক্ষের আইনজীবীরা জড়ো হতে থাকেন। এ সময় তারা বাদানুবাদে জড়িয়ে পড়েন।

উপস্থিত ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু এই সময়ে বিরোধীদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন। পরে কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ উত্তেজিত হয়ে আব্দুল মিন্টুর ক্ষোভ প্রকাশের প্রতি আপত্তি তোলেন। পরিস্থিতি উত্তপ্ত হলে আইনজীবীরা আব্দুল আউয়াল মিন্টুকে সরিয়ে দেন। তাবিথ আউয়াল হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিরতির পর শুনানি শুরু হলে হাসনাত আব্দুল্লাহ কমিশনের কাছে অভিযোগ তোলেন। তিনি বলেন, বিএনপিপ্রার্থী আব্দুল আউয়াল মিন্টু অশ্রাব্য ভাষা ও গালিগালাজ করেছেন এবং বল প্রয়োগের চেষ্টা করেছেন। একই সময় অপর এক আইনজীবী অভিযোগ করেন, কিশোরগঞ্জের একটি আসনের বিএনপিপ্রার্থী ফাহিম চৌধুরীর সমর্থকরা ১৬ জানুয়ারি শুনানি শেষে নির্বাচন ভবনের সামনে তার ক্লায়েন্টকে মারধর করেছেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। এটাকে অনাকাঙ্ক্ষিত বলি। আশা করি, কেউ আর এ ধরনের ঘটনা ঘটাবেন না।” তিনি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে নির্বাচনি তদন্ত কমিটির কাছে দায়েরের পরামর্শও দেন।

এসএইচ 


 

Link copied!