ফাইল ছবি
নবম জাতীয় পে-স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত ভাতা প্রদানের ক্ষেত্রে একটি গ্রেড নতুনভাবে যুক্ত করার সুপারিশ করা হয়েছে। তবে যাতায়াত ভাতা আগের মতোই রাখা হবে।
পে-কমিশনের একটি সূত্র জানিয়েছে, এতদিন ১১ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তারা যাতায়াত ভাতা পেতেন। নবম পে-স্কেলে এটি ১০তম গ্রেড থেকে প্রদানের সুপারিশ করা হচ্ছে।
সূত্র আরও জানিয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। মাসে ২০ হাজার টাকার কম পেনশন পাওয়া পেনশনভোগীদের পেনশন দ্বিগুণ, অর্থাৎ ১০০ শতাংশ বাড়ানো হবে। ২০–৪০ হাজার টাকার পেনশনপ্রাপ্তদের জন্য ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশনপ্রাপ্তদের জন্য ৫৫ শতাংশ বৃদ্ধি প্রস্তাবিত।
এছাড়া ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা ১০ হাজার টাকা এবং ৫৫ বছরের কম বয়সীদের জন্য ৫ হাজার টাকার চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বেতন ও ভাতা খাতে ২২ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো আংশিকভাবে বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে সরকার এ উদ্যোগ নিয়েছে। যদিও কমিশনের হিসাব অনুযায়ী, পুরো কাঠামো বাস্তবায়নে ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন।
প্রস্তাবিত বেতন কাঠামোয় নিচের দিকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। জানুয়ারিতে এটি আংশিক এবং জুলাই থেকে পুরোপুরি কার্যকর হবে।
প্রসঙ্গত, গত বছরের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য ২১ সদস্যের পে কমিশন গঠন করা হয়েছিল। কমিশনের প্রধান ছিলেন সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান।
এসএইচ
আপনার মতামত লিখুন :