ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফর বুধবার

  • কূটনৈতিক প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৯, ২০১৬, ০৫:১৬ পিএম
ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফর বুধবার

ঢাকা: ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার দুই দিনের সফরে বাংলাদেশ আসছেন। ভারতীয় কোনও প্রতিরক্ষামন্ত্রীর এটাই হবে প্রথম বাংলাদেশ সফর। বুধবার (৩০ নভেম্বর) তিনি ঢাকায় পৌছানোর কথার রয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

দুই প্রতিবেশি দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির জন্য তার এ সফর। বাংলাদেশ নৌবাহিনীতে চীনের তৈরি একটি সাবমেরিন যোগ হওয়ার বিষয়টি ভারত বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে।

মনোহর পারিকারের ঢাকা সফরের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লী সফরের কথা রয়েছে। ১৯৭১ সালে সংঘটিত পাক-ভারত যুদ্ধের স্মরণে ভারতীয় সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রীর এ দিল্লী সফরের উদ্দেশ্য।

ঢাকা সফরে পারিকারের বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এরপর তিনি চট্টগ্রামে মিলিটারি একাডেমি পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর বাংলাদেশ সফরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। নিয়মিত যৌথ সামরিক মহড়ার পাশাপাশি সমূদ্রে টহল নৌযান তৈরির প্রস্তাব দিতে পারে ভারত।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Link copied!