ধনকুবের মুসার বিরুদ্ধে মামলা হচ্ছে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৭, ২০১৭, ০৭:০৯ পিএম
ধনকুবের মুসার বিরুদ্ধে মামলা হচ্ছে

ঢাকা: শুল্ক আইন অমান্য করায় ধনকুবের মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান। রোববার (৭ মে) মুসা বিন শমসেরের জবানবন্দি শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

ড. মইনুল খান জানান, শুল্ক ফাঁকির ঘটনায় সরাসরি প্রিন্স মুসাকে প্রধান আসামি এবং মানি লন্ডারিংয়ে সহযোগী আসামি করে মোট দুটি মামলা করা হবে। আর দুর্নীতির অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানানো হবে। সে বিষয়ে দুদক ব্যবস্থা নেবে।

তিনি বলেন, প্রিন্স মুসাকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে দুই সদস্যের তদন্ত টিম। জিজ্ঞাসাবাদে তিনটি অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধে প্রমাণ মিলেছে। তা হলো- শুল্ক ফাঁকি, মানি লন্ডারিং ও দুর্নীতি।

এর আগে, বিকেল ৩টার দিকে ছয়টি গাড়িতে কমপক্ষে ৩০ জন দেহরক্ষী নিয়ে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হাজির হন ‘অসুস্থ’ প্রিন্স মুসা। তার সঙ্গে ছিলেন পাঁচ আইনজীবী।

ধনকুবের মুসার বিরুদ্ধে মামলা হচ্ছে

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Link copied!