আগাম ব্যবস্থা নেয়ায় ক্ষতি কম

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩১, ২০১৭, ০৪:২৬ পিএম
আগাম ব্যবস্থা নেয়ায় ক্ষতি কম

ঢাকা: আগাম ব্যবস্থা নেওয়ায় ঘূর্ণিঝড় মোরায় ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দুর্যোগ মোকাবেলার ক্ষমতা রাখি এবারও রেখেছি। এমনভাবে সুন্দর ব্যবস্থা করে ফেলেছি যাতে এই ধরনের দুর্যোগের পূর্বাভাস পেলে কাজ শুরু হয়ে যায়।

আজ বুধবার (৩১ মে) জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।

মাহাবুব-উল আলম হানিফের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ের খবর পেয়ে আমি অষ্ট্রিয়া বসেই আগাম ব্যবস্থা দেওয়ার নির্দেশ দিয়েছি। আমাদের ব্যবস্থা নেওয়ার জন্য ক্ষয়ক্ষতি কম হয়েছে। তাছাড়া ঝড়টি ঘুরে যাওয়া এবং ওই সময় সমুদ্রে ভাটা থাকার কারণে আমরা সেটা আশঙ্কা করেছিলাম সেই পরিমাণ ক্ষতি হয়নি।

শেখ হাসিনা বলেন, আমরা দল থেকে কয়েকটি টিম করে দিয়েছি। তারা ওইসব এলাকায় যাবে, সাহায্য দেওয়ার পাশাপাশি সমস্যা জানার চেষ্টা করবে। যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে নিশ্চয়ই সেগুলো করে দেওয়া হবে। খাদ্যের অভাব তাদের হবে না। সেই ব্যবস্থা আমরা করছি।

ইতোমধ্যে নৌ বাহিনীর দুটি জাহাজ ইতোমধ্যে কুতুবদিয়া ও সেন্টমার্টিনে ত্রাণ নিয়ে পৌঁছেছে এবং বিমান বাহিনীও প্রস্তুত রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Link copied!