জুতার ভেতর স্বর্ণ

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১২, ২০১৭, ০৭:২০ পিএম
জুতার ভেতর স্বর্ণ

ঢাকা: এবার জুতার ভেতর থেকে সাতটি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

বুধবার (১২ জুলাই) সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত যাওয়ার সময় জুতার ভেতর থেকে ওই সোনা জব্দ করা হয়।  আটক সোনার পরিমাণ ৭২৫ গ্রাম। এর মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

সিআইআইডির মহাপরিচালক ড. মইনুল খান জানান, বেনাপোল বন্দরের কাস্টমস ও ইমিগ্রেশন অতিক্রমের পর গোপন সংবাদে ওই যাত্রীকে তল্লাশি করে শুল্ক গোয়েন্দারা। জব্দকৃত সোনা যাত্রীর জুতার তলায় বিশেষভাবে লুকায়িত ছিল। যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।  

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/জেএ

Link copied!