বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৭, ০১:৪৬ পিএম
বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

ঢাকা: আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

বুধবার (২৩ আগষ্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে আরও বলা হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এদিকে, মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গুজরাট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ লঘুচাপের কেন্দ্রস্থল মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কেন্দ্রস্থল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ বুধবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টাঙ্গাইল ও ময়মনসিংহে ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে, ১২১ মিলিমিটার।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!