দেশ অনেক আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হতো

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৭, ১১:৩১ এএম
দেশ অনেক আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হতো

ঢাকা: ৭৫’ এর ১৫ আগস্ট না থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে পিছিয়ে দেয়া হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড না ঘটলে বাংলাদেশ আরো আগেই উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো। ৭৫ এর ষড়যন্ত্রকারীরা এখনো তৎপর জানিয়ে প্রধানমন্ত্রী সেইসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের সজাগ থাকার আহবান জানান।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কখনোই পিছিয়ে যেতে পারে না, বরং মুক্তিযুদ্ধের চেতনায় মাথা উঁচু করে এগিয়ে যাবে। বাহিনীর ভেতরের মুক্তিযোদ্ধাদের আগামী বছরের জানুয়ারি থেকে বিশেষ ভাতা দেয়ার ঘোষণাও দেন তিনি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!