‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এ অভিযোগ ভিত্তিহীন’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০১৮, ০৫:১১ পিএম
‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এ অভিযোগ ভিত্তিহীন’

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। ফাইল ছবি

ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই যারা এমন অভিযোগ করছেন তা ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাঙ্গামাটিতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় তিনি আরও বলেন, দেশে নির্বাচনের স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। সব দল সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচার চালাতে পারছেন। এতে বুঝা যাচ্ছে নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রয়েছে।

নির্বাচন সুষ্ঠু করতে ইসির অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ভোটের দিন তিন পার্বত্য জেলার প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন থাকবে। এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আমরা অঙ্গীকারবদ্ধ।

সভায় নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকসহ তিন পার্বত্য জেলার সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদ নির্বাচন উপলক্ষে তিন পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!