‘রাতে সিল মারা ঠেকাতে সকালে ব্যালট পেপার’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৮, ২০১৯, ০৮:৩৪ পিএম
‘রাতে সিল মারা ঠেকাতে সকালে ব্যালট পেপার’

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। ফাইল ছবি

ঢাকা : ভোটের আগের রাতে সিল মারা ঠেকাতে নির্বাচনী ব্যবস্থায় সংস্কার আনছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগের দিনের পরিবর্তে ভোটের সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। এ জন্য এক ঘণ্টা পিছিয়ে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হবে।

দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষে সোমবার (১৮ মার্চ) নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এমন তথ্য জানান।

তিনি বলেন, ‘ভোটকেন্দ্রের অনিয়মগুলো দূর করার জন্য নির্বাচন কমিশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ জন্য আমরা ভোটের সকালে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। যেসব কেন্দ্র খুব কাছাকাছি সেসব কেন্দ্রে সকালে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এজন্য সকাল ৮টার পরিবর্তে সকাল ৯টা ভোটগ্রহণ শুরু হবে।’

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘সকালে প্রশ্নপত্র পাঠানো সম্ভব হলে, সেখানে অবশ্যই সকালে ব্যালট পেপার পাঠানো সম্ভব।’

ইলেট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিষয়ে তিনি বলেন, ‘ইভিএম একটি নির্দিষ্ট সময়ের আগে ব্যবহার করা যায় না। সকাল ৮টার আগে এটি ওপেন করার কোনো সুযোগ নেই। আমরা যদি ভোট সকাল ৯টায় শুরু করি, এর আগে ইভিএম ব্যবহারের সুযোগ নেই। আসন্ন পৌরসভা নির্বাচনে সবগুলো কেন্দ্রেই ইভিএম ব্যবহারের চিন্তা-ভাবনা আছে। সকালেই প্রিসাইডিং কর্মকর্তা সব উপকরণ নিয়ে কেন্দ্রে যাবেন।’

হেলালুদ্দীন আহমদ বলেন, দ্বিতীয় ধাপে ১৬টি জেলায় ১১৬ উপজেলার ভোট শান্তিপূর্ণ হয়েছে। এ ধাপের ৭ হাজার ৩৯ কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের ভোট স্থগিত করার তথ্য পেয়েছি। বাকি সবখানে কোনো অনিয়মের তথ্য পাওয়া যায়নি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!