ফাইল ছবি
ঢাকা: কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজার পক্ষে নারীদের কাছে ভোট চাইতে যাওয়ার সময় তার মাকে অপমান ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে মুফতি আমির হামজা এ অভিযোগ তোলেন।
ফেসবুক পোস্টে আমির হামজা বলেন, আমি মুফতি আমির হামজা, কুষ্টিয়া-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী, তীব্র ক্ষোভ ও গভীর কষ্টের সঙ্গে জানাচ্ছি, আজ বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন বাক্স ব্রিজ এলাকায় আমাদের নারী কর্মীরা ভোট চাইতে গেলে যুবদল নেতা নাসিরের নেতৃত্বে নারীদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়, লিফলেট কেড়ে নেওয়া হয়। নারী কর্মীদের সঙ্গে আমার আম্মাও ছিলেন। তার সঙ্গেও খুবই বাজে ব্যবহার করা হয়েছে।
এই প্রার্থী বলেন, নারীদের ওপর এমন বর্বর আচরণ রাজনৈতিক সহনশীলতার চরম লঙ্ঘন। একজন মায়ের সম্মান, একজন নারীর মর্যাদা ক্ষুণ্ন করে কোনো রাজনীতি টিকে থাকতে পারে না। ভোট চাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। সে অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না।
আমির হামজা বলেন, আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি বিশ্বাস করি, ভয়, সন্ত্রাস ও নারীদের হেনস্তার রাজনীতি দিয়ে জনগণের ভালোবাসা অর্জন করা যায় না। জনগণ ন্যায়, ইনসাফ ও মর্যাদার রাজনীতির পক্ষেই থাকবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, আপনাদের পালিত সন্ত্রাসীদের হাত গোটানোর জন্য বলছি। আমাদের মায়েদের দিকে হাত বাড়ানো বন্ধ করুন। যুগে যুগে যারা মায়েদের দিকে হাত তুলেছে তারাই ধ্বংস হয়েছে। সাবধান হয়ে যান।
পিএস
আপনার মতামত লিখুন :