সাঈদ খোকনের বক্তব্যের বিষয়ে যা বললেন তাপস

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৩০, ২০২১, ০৩:০১ পিএম
সাঈদ খোকনের বক্তব্যের বিষয়ে যা বললেন তাপস

ফাইল ছবি

ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, সাবেক মেয়র সাঈদ খোকনের বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমার কোনো প্রতিক্রিয়া নেই।

বুধবার (৩০ জুন) বেলা ১১টায় রাজধানীর টিকাটুলির বয়েজ ক্লাব মাঠের উদ্বোধন শেষে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান।

মেয়র তাপস বলেন, সাঈদ খোকনের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার কোনো প্রতিক্রিয়া নেই। এই বিষয়ে আমি কোনো কথা বলব না। অন্য কোনো কথা থাকলে বলেন।

তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ করছি। চলতি বছর ঢাকায় তেমন কোনো জলাবদ্ধতা হয়নি। তবে কিছু সমস্যা আছে। যার কারণে পানি নামতে পারছে না। এখন আমারা জলাবদ্ধতা নিরসনে শনির আখড়ায় খাল খনন করেছি।

মঙ্গলবার (২৯ জুন) রাজধানীতে সংবাদ সম্মেলনে ডিএসসিসি’র সাবেক মেয়র সাঈদ খোকন অভিযোগ করেন, শেখ তাপসের প্ররোচনায় দুর্নীতি দমন কমিশন আদালতের মাধ্যমে সাঈদ খোকন ও তার পরিবারের আটটি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!