গোয়েন্দা সংস্থার সক্ষমতা নিয়ে প্রশ্ন রওশনের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৬, ২০১৬, ০৮:৪০ পিএম
গোয়েন্দা সংস্থার সক্ষমতা নিয়ে প্রশ্ন রওশনের

রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়া জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ‘সক্ষমতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।

তিনি বলেছেন, ‘গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলার ঘটনায় গোয়েন্দা বিভাগ কাজ করেছে বলে মনে হয় না। গুলশানের মতো কঠোর নিরাপত্তা বেষ্টিত এলাকায় কীভাবে ছেলেরা মডার্ন অস্ত্র নিয়ে ঢুকলো? কেন গোয়েন্দাদের চোখে পড়লো না হামলাকারীরা, কেন তাদের ধরতে পারলো না গোয়েন্দারা?’

শনিবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

রওশন এরশাদ বলেন, ‘গুলশান হামলার ঘটনায় টিভিতে দেখছিলাম, পুলিশ সন্ত্রাসীদের উদ্দেশ্য করে গুলি করছিল, তখন পুলিশের রাইফেল দিয়ে গুলি বের হচ্ছিল না। তারা রাইফেল পরিষ্কার করছিল।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাতে হবে। তাদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে। ৩-৬ মাস পর পর প্রশিক্ষণ দিতে হবে। দেশের ১৬ কোটি মানুষের তুলনায় পুলিশের সংখ্যা কম। পুলিশের সংখ্যা বাড়াতে হবে।’

সাম্প্রতিক সন্ত্রাসী হামলা নিয়ে রওশান এরশাদ বলেন, ‘এ ধরনের ঘটনা বাংলাদেশে আগে ঘটেনি। হঠাৎ কেন এ ধরনের ঘটনা ঘটল? এর কারণ খুঁজতে অনেক গভীরে যেতে হবে। যখনই দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় তখনই এ ধরনের ঘটনা ঘটে।’

তিনি বলেন, আমাদরে দেশে রাজনীতিবিদরা একে অপরকে দেখতে পারে না। বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানে গেলেও কেউ কারও সাথে কথা বলে না। আমাদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধের ঘাটতি দেখা দিয়েছে।

এদিকে সমাবেশ শেষে রওশন এরশাদ জাতীয় পার্টির দলীয় সঙ্গীত গেয়ে শুনান- ‘নতুন করে শপথ নিলাম, নতুন বাংলাদেশ গড়ব মোরা...।’

এর আগে বিকেল সাড়ে ৩টায় সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরুর প্রথম থেকেই থেমে থেমে বৃষ্টি উপেক্ষা করে জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে অংশ নেয়। এ সময় তাদের হাতে সন্ত্রাস বিরোধী বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার-পোস্টার লক্ষ্য করা যায়। বক্তব্যের ফাঁকে ফাঁকে নেতাকর্মীদের সন্ত্রাসবিরোধী শ্লোগান দিতে দেখা গেছে।
 
সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Link copied!