কোনো কাজে এলো না মীর কাসেমের লবিস্টদের দৌড়ঝাঁপ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০১৬, ১১:৪২ এএম
কোনো কাজে এলো না মীর কাসেমের লবিস্টদের দৌড়ঝাঁপ

যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি বন্ধে আন্তর্জাতিক পর্যায়ে প্রভাব বিস্তারের জন্য অর্থের বিনিময়ে নিয়োগ পাওয়া লবিস্টদের দৌড়ঝাঁপ কোনো কাজেই এলো না।

এতদিন নানান ধরনের বক্তব্য-বিবৃতি দিয়ে আসা লবিস্টগ্রুপগুলো শেষ পর্যায়ে এসে অন্তত মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানিয়েছে। রিভিউয়ে মৃত্যুদণ্ড বহালের পরপরই এ দাবির কয়েকটি বিবৃতি সামনে নিয়ে এসেছেন মূল লবিস্ট ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। এর মধ্যে আছে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও জাতিসংঘের বেতনভুক্ত নন এমন কয়েকজন বিশেষজ্ঞ। তারা প্রত্যেকেই শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ইউরোপিয়ান পার্লামেন্টের (ইপি) ৩৫ জন এমপির নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর লেখা একটি খোলা চিঠিও প্রচার করেছেন টবি ক্যাডম্যান।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Link copied!