দুর্ঘটনায় বাবা হারানো আশরাফুলকে আর্থিক সহায়তা তারেক রহমানের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৬, ২০২৫, ০২:৩১ পিএম
দুর্ঘটনায় বাবা হারানো আশরাফুলকে আর্থিক সহায়তা তারেক রহমানের

সংগৃহীত ছবি

রাজশাহী: ঈদে রাজশাহী থেকে গরু নিয়ে ঢাকা আসার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো কোহিনুর শেখের কিশোর ছেলেকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৫ জুন) রাতে বছিলা গার্ডেন সিটি হাটে কিশোর আরিফুলের হাতে তারেক রহমানের অনুদানের টাকা তুলে দেয় হাট কমিটি।

এসময় উপস্থিত ছিলেন হাট কমিটির সভাপতি, ইজারাদার, বিএনপির স্থানীয় নেতাসহ পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি জোবায়ের জুয়েল রানা।

পুলিশের এডিসি জুয়েল ব্যক্তিগত উদ্যোগে কিছু টাকা সহায়তা করেন। দুর্ঘটনার পর বাবাকে নিয়ে রাজশাহী ফিরে যায় আরিফুল। বাবাকে দাফন করে আবারও বছিলা হাটে ফিরে আসে নবম শ্রেণি পড়ুয়া আরিফুল। তবে আশানুরূপ দাম পায়নি আরিফুল। এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হয় আরিফুল। খবরটি গণমাধ্যমে প্রকাশ হলে মানবিক কারণে এগিয়ে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অনেকেই।

এসআই

Link copied!