কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শীর্ষ নেতাদের বৈঠকের গুঞ্জনকে ‘সম্পূর্ণ গুজব’ বলে দাবি করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে মুঠোফোনে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ দাবি করেন।
এর আগে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ছড়ায় যে, কক্সবাজারের একটি হোটেলে এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসির উদ্দীন পাটোয়ারীসহ আরও কয়েকজন নেতার সঙ্গে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বৈঠক করছেন।
এই বিষয়ে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, “এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর। আমরা কক্সবাজারে ঘুরতে এসেছি। হোটেলে চেক-ইন করার পরই এমন একটি ‘নিউজ’ চোখে পড়ল, যা সত্যের ধারেকাছেও নয়।”
তিনি আরও বলেন, “এ ধরনের গুজব রাজনৈতিক বিভ্রান্তি ছড়াতে পারে। আমাদের দল সব সময় স্বচ্ছ ও গণতান্ত্রিক আচরণে বিশ্বাসী।”
ওএফ
আপনার মতামত লিখুন :