জুলাই আন্দোলন দলীয় নয়, জাতীয়: তারেক রহমান

  • প্রবাস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৯:১৭ এএম
জুলাই আন্দোলন দলীয় নয়, জাতীয়: তারেক রহমান

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী অপশাসনের বিরুদ্ধে শুরু হওয়া জুলাই আন্দোলন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়—এটি বাংলাদেশের গণমানুষের আন্দোলন, এটি সবার। তিনি বলেন, এ আন্দোলনের মূল ভিত্তি হলো দেশকে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা।

বুধবার (৬ আগস্ট) যুক্তরাজ্যের লন্ডনের রয়েল রিজেন্সি হলে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানটি আয়োজন করে মাহবুবুর রহমান খান স্মৃতি সংসদ, শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুবুর রহমান খানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে।

তারেক রহমান বলেন, শহীদদের রক্ত আর আত্মত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীন ও ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ পেয়েছিলাম, আজ সেই বাংলাদেশ আবার শাসকগোষ্ঠীর দমন-পীড়নের শিকার। তাই দেশের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সবাইকে একযোগে এই অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, দেশের জনগণের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার রক্ষায় ভূমিকা রাখা এখন সময়ের দাবি। এই আন্দোলন শুধু রাজপথে নয়, জনমনে জেগে ওঠা একটি মুক্তির আকাঙ্ক্ষা, যেখানে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ জরুরি।

বিশ্বব্যাপী অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিজেদের অবস্থান থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, লন্ডন বিএনপির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক প্রবাসী। আলোচনা সভা শেষে শহীদ মাহবুবুর রহমান খানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ওএফ

Link copied!