ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলে শুক্রবার কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। নতুন কমিটিতে বিতর্কিত নেতাদের পদায়নের অভিযোগ ওঠে। এ প্রেক্ষিতে তদন্তে ছয় জনের বিরুদ্ধে তথ্য গোপনের প্রমাণ পায় সংগঠনটি।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনে ওই বিতর্কিত নেতাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। শুক্রবার রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ছাত্রদল।
বিবৃতিতে জানানো হয়, কমিটি ঘোষণার পর ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ, শামসুন নাহার হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যুগ্ম আহ্বায়ক রাজু শেখ এবং হাজী মুহম্মদ মুহসীন হলের সদস্য আহমেদ জাবির মাহাম ও এন এস সায়মনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হয়। তাদের সবাইকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে, শুক্রবার ঢাবির ১৮টি হল শাখার আহ্বায়ক কমিটি এক বছরের জন্য অনুমোদন করেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। এরপরই নতুন কমিটিতে বিতর্কিতদের অন্তর্ভুক্তির অভিযোগ ওঠে।
বিষয়টি খতিয়ে দেখতে ঢাবি শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমনকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ওএফ
আপনার মতামত লিখুন :