হাসপাতাল থেকে আজ বাসায় ফিরছেন জামায়াত আমির

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৯:৫৩ এএম
হাসপাতাল থেকে আজ বাসায় ফিরছেন জামায়াত আমির

ঢাকা: চিকিৎসা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ মঙ্গলবার (১২ আগস্ট) হাসপাতাল থেকে বাসায় ফিরছেন। দীর্ঘ চিকিৎসা ও সফল অস্ত্রোপচারের পর তিনি সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসার উদ্দেশে রওনা হবেন।

সোমবার দিবাগত রাতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলহামদুলিল্লাহ, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সফল অপারেশনের দশ দিন পর তিনি এখন সুস্থতার পথে রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে এবং শারীরিক অবস্থার উন্নতির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরবেন।

ডা. শফিকুর রহমান তাঁর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া, শুভকামনা ও সমর্থনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি সকলের কাছে অব্যাহত দোয়া কামনা করেছেন, যাতে দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে পারেন।

এ উপলক্ষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা আজ একটি প্রেস ব্রিফিং করবেন, যেখানে তাঁরা আমিরের শারীরিক অবস্থা, চিকিৎসা-পরবর্তী পরিকল্পনা এবং দলের চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাবেন।

ওএফ

Link copied!