মধ্য রাতে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ১০:০১ এএম
মধ্য রাতে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

ঢাকা: চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরে আবারও অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত প্রায় ১টার দিকে মির্জা ফখরুলকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তিনি সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে গিয়ে রাত ১১টা পর্যন্ত দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে অসুস্থ বোধ করলে রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, দীর্ঘ সফর শেষে দেশে ফিরে ব্যস্ত বৈঠক করার কারণে ফখরুল ইসলাম আলমগীর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।


ওএফ

Link copied!