‘আওয়ামী লীগে কিছু আবর্জনা আছে’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩০, ২০১৬, ০১:১৫ পিএম
‘আওয়ামী লীগে কিছু আবর্জনা আছে’

আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে কিছু আবর্জনা আছে। দলে ঢুকে ক্ষমতার সুযোগ নিয়ে অপকর্ম করছে তারা।

রোববার (৩০ অক্টোবর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, ফসলের ক্ষেতে আবর্জনা হলে তা উপড়ে ফেলে দিতে হয় অন্যথা এসব আবর্জনা ফসলের ক্ষতি করে। ঠিক তেমনি পরিচ্ছন্ন দল গঠনে ওইসব নেতাদের বাদ দিতে হবে। তাই হয় তাদেরকে সংশোধন হতে হবে। অন্যথা দল থেকে বাদ পড়তে হবে।

জঙ্গিবাদ নিয়ে তিনি বলেন, জঙ্গিরা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে এটা ভেবে আত্মতুষ্টিতে থাকা ঠিক নয়। সাম্প্রদায়িক ও উগ্রবাদ সরকার ও আওয়ামী লীগের জন্য এখনও চ্যালেঞ্জ। পুলিশি অভিযানের কারণে তারা হয়তো তাদের কার্যক্রম আপাতত বন্ধ করে রেখেছে। কিন্তু, জঙ্গিরা এখনো তলে তলে আরও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।

আওয়ামী লীগের কমিটি নিয়ে ওবায়দুল কাদের বলেন, কেন্দ্রীয় কমিটিতে ত্যাগী কিন্তু কোণঠাসা নেতাদের স্থান দেয়া হয়েছে। সরকারি কাজে যেন বিঘ্ন না ঘটে সেজন্য কয়েকজন মন্ত্রীকে কমিটিতে রাখা হয়নি।

জাতীয় নির্বাচন সম্পর্কে তিনি বলেন, নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজন নেই, তবে জাতীয় ইস্যুতে গণসংলাপ হতে পারে।

বিএসআরএফের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে সংলাপে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Link copied!