বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সরব হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। এবার বিষয়টি নিয়ে সরাসরি কথা বললেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা দক্ষিণের সাবেক মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বুধবার (১ অক্টোবর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিসিবি নির্বাচন, রাজনৈতিক প্রভাব এবং বিএনপি নেতাদের ভূমিকা নিয়ে বিস্তারিত বক্তব্য দেন তিনি।
ফেসবুক পোস্টে ইশরাক লেখেন, গত কয়েকদিন অনেক কিছু বলা হলেও, নির্বাচনকে প্রভাবিত না করার জন্য আমি কোনো পাবলিক প্ল্যাটফর্মে কথা বলিনি। আজ অল্প কিছু বলছি, কারণ সব খুলে বললে অনেকের পোশাক পর্যন্ত খুলে যেতে পারে।
এই বক্তব্যে পরোক্ষভাবে তিনি বিসিবি নির্বাচন ঘিরে সরকারি প্রভাব, রাজনৈতিক পক্ষপাত এবং ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তারের ইঙ্গিত দেন।
পোস্টে ইশরাক দাবি করেন, বিএনপির কিছু নেতার সন্তানরা বা পরিবারের সদস্যরা বিসিবিতে আসার চেষ্টা করেছেন সম্পূর্ণ দেশপ্রেম ও ক্রিকেট উন্নয়নের লক্ষ্যে।
তিনি বলেন, কিছু মানুষ বলছে, রাজনীতিবিদ বা তাদের পরিবারের কেউ ক্রীড়া সংগঠক হওয়া হারাম। এটি কোনো কেলেঙ্কারি নয়, কোনো আইন ভঙ্গ নয়।
তার মতে, যেসব প্রার্থী হয়েছেন তারা যোগ্য, শিক্ষিত, ক্রিকেটপ্রেমী ও আর্থিকভাবে স্বাবলম্বী। শুধুমাত্র দেশীয় ক্রিকেটের উন্নয়নেই ছিল তাদের অংশগ্রহণের লক্ষ্য।
বিসিবি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে সরাসরি অভিযোগ করে ইশরাক বলেন, বর্তমানে নির্বাচনি প্রক্রিয়ায় ‘কিংস পার্টি’র ইন্ধনে একজন উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ করেছেন। দলের নির্বাচিত কাউন্সিলর নিয়োগে বৈষম্য করা হয়েছে।
এখানে তিনি পরোক্ষভাবে সরকারপক্ষের একজন প্রভাবশালী ক্রীড়া উপদেষ্টার দিকেই ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে।
পোস্টের শেষদিকে তিনি বলেন, বিএনপির পরিবারের সদস্যরা ১৭ বছর ধরে বৈষম্যের শিকার হয়েছেন। এখন সরকারের কিছু উপদেষ্টা সেই একই পথ অনুসরণ করছেন।
আরও যোগ করেন, তারা প্রশ্ন করছেন—‘বিএনপির লোকজন বিসিবিতে কী করছে?’ মহান আল্লাহ চাইলে, তারা বিসিবিতে কী করছে এবং কতটা অবদান রাখছে, তা অচিরেই দেখা যাবে।
প্রসঙ্গত, বিসিবির আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে তামিম ইকবালসহ ১৬ প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানো, সরকারি হস্তক্ষেপের অভিযোগ, এবং বিভিন্ন পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে বিতর্ক উসকে দিচ্ছে।
ইশরাক হোসেনের এই মন্তব্য বিসিবি নির্বাচন ও এর সঙ্গে জড়িত রাজনৈতিক সম্পর্ককে আরও এক ধাপ স্পষ্ট করে তুলে ধরল।
এম
আপনার মতামত লিখুন :