জামায়াত অন্তত ১৬০টি আসন পাবে : শিবির সেক্রেটারি

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ১১:৩৪ এএম
জামায়াত অন্তত ১৬০টি আসন পাবে : শিবির সেক্রেটারি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‌‌এবারের নির্বাচনে আমাদের জন্য এমন সুযোগ এসেছে, যা কল্পনাও করিনি। আমাদের বিশ্বাস, এবার অন্তত ১৬০টি আসন আমরা পাবো।

শুক্রবার (৩ অক্টোবর) খুলনার সোনাডাঙ্গা থানার আল ফারুক সোসাইটি মিলনায়তনে এক সদস্য পুনর্মিলনী (১৯৭৭-২০২৫) অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব বলেন তিনি।

নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, আগে আমাদের হাতে ছিল মাত্র ১৮টি আসন, সর্বোচ্চ ৫০টি। কিন্তু আলহামদুলিল্লাহ, এখন ‘শিপমেন্ট’ অনেক বড় হয়ে গেছে। আমাদের জায়গা তৈরি হয়ে গেছে এমন সব জায়গায়, যা এক সময় কল্পনারও বাইরে ছিল।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে একসময় দাঁড়ানোর সুযোগ ছিল না, সেখানেই আজ ডাকসুতে আমাদের অবস্থান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল বামদের শক্ত ঘাঁটি, আজ সেখানেও আমরা অবস্থান তৈরি করেছি। এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দান।

অনুষ্ঠানে ছাত্রশিবির নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতারাও। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, জেলা আমির মাওলানা এমরান হুসাইন, মহানগর নায়েবে আমির নজিবুর রহমান, এবং সেক্রেটারি অ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

অনুষ্ঠানে অতীতের দায়িত্বশীলরাও অংশ নেন এবং স্মৃতিচারণ করেন।

সাদ্দাম বলেন, যৌবনের সময়টাই মূল্যবান। বার্ধক্য আসার আগেই কাজ করতে হবে। যারা আগের দায়িত্বে ছিলেন, তাদের উচিত বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা রাখা, কারণ নেতৃত্ব দূরদর্শী চিন্তা থেকে বিষয়গুলো দেখে।

এম

Link copied!