তারেক রহমান দেশে ফিরে নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন: আমান 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৪:১৮ পিএম
তারেক রহমান দেশে ফিরে নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন: আমান 

ছবি: সংগৃহীত

ঢাকা: দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারে অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রয়াত নেতা সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে ডেমোক্রেটিক লীগ।

আমান উল্লাহ আমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচন ইনশাল্লাহ হবেই। আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে এই নির্বাচনে অংশ নেবেন এবং নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন।’

তিনি বলেন, ‘তারেক রহমানের ভবিষ্যদ্বাণীগুলো আজ সত্য প্রমাণিত হয়েছে। তিনি বলেছিলেন, “দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে।” সেই ফয়সালাই রাজপথে হয়েছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আজ নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে। স্বাধীনতার সময় যাদের ভূমিকা ছিল বিতর্কিত, তারাই এখন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন বানচাল করা যাবে না।’

তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে নির্বাচনকে কেন্দ্র করে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং বিএনপিকে লক্ষ্য করে উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। ‘জিয়া পরিবার দুর্যোগ-দুঃসময়ে জনগণের পাশে থেকেছে, গণতান্ত্রিক আন্দোলন ও ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সামনে থেকেছে’—বলেন আমান।

সভায় বক্তারা প্রয়াত সাইফুদ্দিন মনির অবদানের কথা স্মরণ করেন। সভাপতিত্ব করেন ডেমোক্রেটিক লীগের সহসভাপতি মাহবুব আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির খায়রুল কবির খোকন, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান শামসুল আলম লিটন।

এসএইচ

Link copied!