রুমিন ফারহানা

‘জামায়াত বলে এক, করে আরেক, ভাবে আরেক, দৃশ্যমান করে এক, অদৃশ্য থাকে আরেক’

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ১০:০৮ এএম
‘জামায়াত বলে এক, করে আরেক, ভাবে আরেক, দৃশ্যমান করে এক, অদৃশ্য থাকে আরেক’

রুমিন ফারহানা

জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান ও কার্যক্রম নিয়ে কঠোর সমালোচনা করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, জামায়াত বলে এক, করে আরেক, ভাবে আরেক, দৃশ্যমান করে এক, অদৃশ্য থাকে আরেক। কথার সঙ্গে কাজের কোনো মিল নেই।

রুমিনের মতে, দেশের অন্যান্য রাজনৈতিক দল—হোক তা বিএনপি, আওয়ামী লীগ কিংবা নতুন রাজনৈতিক দল এনসিপি—তাদের কথাবার্তা ও কার্যক্রমে অন্তত একটি ভারসাম্য দেখা যায়। কিন্তু জামায়াতে ইসলামীর ক্ষেত্রে কথিত নীতিমালার সঙ্গে তাদের বাস্তবচিত্রের কোনো সামঞ্জস্য নেই বলে অভিযোগ করেন তিনি।

আলোচনায় এনসিপি (ন্যাশনাল কনসেন্সাস পার্টি)-এর প্রতীক নিয়ে আলোচনার সময় শাপলা মার্কা ইস্যুতে রুমিন বলেন, শাপলা প্রতীক পেলেই কি ভোট বেশি পাওয়া যাবে? কিংবা আসন জেতার সম্ভাবনা তৈরি হবে? বিষয়টা এত সরল না। প্রতীক তখনই ব্র্যান্ড হয়, যখন দীর্ঘদিন ধরে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করে।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে নৌকা ও ধানের শীষ—এই দুটি প্রতীক দীর্ঘ সময় ধরে জনমানুষের মনে গেঁথে গেছে। জনগণের মধ্যে রাজনৈতিক প্রতীকগুলো একটি নির্ভরযোগ্যতার প্রতিচ্ছবিতে পরিণত হয়, যা রাতারাতি তৈরি হয় না।

রুমিন ফারহানা বলেন, আমরা অবাক হই, যখন দেখি শাপলা প্রতীক না পেলে যেন এনসিপি সব হারিয়ে বসে। এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। প্রতীকই জয় এনে দেবে—এই ধারণা ভুল। বরং দলীয় কর্মসূচি, জনসম্পৃক্ততা ও আস্থার জায়গা তৈরি করাটাই গুরুত্বপূর্ণ।

এম

Link copied!